রুচির সাথে চুচির খেলা আমি খাসী দুষ্টূ ম্যালা
আমরা
সকলে এক হয়েছিলাম আবিদা রুচি আপার সাথে। আমাদের সকলকে ভালবাসায় শিক্ত
করেছিলেন আপুনি- আজ আমাদের অনেক দু্র্দিন- কিন্তু রবি ঠাকুর বলেছেন
"এ দিনতো দিন নয় আরো দিন আছে-
এ দিনকে লইবো আমি সেইদিনেরও কাছে"
এ পোষ্ট শুধু রুচি আপার জন্য
- উই মিস ইউ আপুনি- আবার দেখা হবে- সুরা হবে সাকি হবে ভালবাসা হবে!!

" তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে। কেন্দ্র হবে তুমি। আর আমি হবো বৃত্তাবর্ত।"

"বুড়ো হয়ে গেছি বেশ,কিছুটা শিথিল; বুঝতে পারিনি তাই
তোমার একুশতম জন্মদিনে,তিলোত্তমা,কী নিয়ে যাই ।
তুমি ঘাসফুল,স্বনলতা,রোদ,পৌষের তুষের আগুন,
কোকিলের ডাক,কৃষ্ণচূড়া,রক্তজবা,নদী,রঙিন ফাগুন।"

"এ কোন মধুর শরাব দিলে আল আরাবী সাকী নেশায় হলাম দীওয়ানা যে, রঙ্গিন হল' আঁখি।।"

"নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে
আম বাগিচার তলায় যেন তারা হেসেছে।
বোশেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।"

"শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।"

"আঁখিতে আঁখি মিলিয়ে মদিরা পান করে যাই।
তাকে বসিয়ে পাশে মদিরা পান করে যাই।।
এই কারণে পানশালায় আঁধার ছেয়ে আছে।
ঘর জ্বালিয়ে হেথা মদিরা পান করে যাই।।"

"বন্ধু, আজকে দোদুল্যমান পৃথ্বী
আমরা গঠন করব নতুন ভিত্তি;
তারই সুত্রপাতকে করেছি সাধন
হে সাথী, আজকে রক্তিম অভিবাদন।।"

"তোমরা এসেছ, ভেঙেছ অন্ধকার-
তোমরা এসেছ, ভয় করি নাকো আর।
পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, উজ্জ্বল রোদ্দুর
ছড়িয়ে পড়বে বহুদুর-বহুদূর
তোমরা এসেছ, জেনো এইবার নির্ভয় কলকাতা-
অত্যাচারের হাত থেকে জানি তোমরা মুক্তিদাতা।"
"এ দিনতো দিন নয় আরো দিন আছে-
এ দিনকে লইবো আমি সেইদিনেরও কাছে"
এ পোষ্ট শুধু রুচি আপার জন্য
- উই মিস ইউ আপুনি- আবার দেখা হবে- সুরা হবে সাকি হবে ভালবাসা হবে!!
" তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে। কেন্দ্র হবে তুমি। আর আমি হবো বৃত্তাবর্ত।"
"বুড়ো হয়ে গেছি বেশ,কিছুটা শিথিল; বুঝতে পারিনি তাই
তোমার একুশতম জন্মদিনে,তিলোত্তমা,কী নিয়ে যাই ।
তুমি ঘাসফুল,স্বনলতা,রোদ,পৌষের তুষের আগুন,
কোকিলের ডাক,কৃষ্ণচূড়া,রক্তজবা,নদী,রঙিন ফাগুন।"
"এ কোন মধুর শরাব দিলে আল আরাবী সাকী নেশায় হলাম দীওয়ানা যে, রঙ্গিন হল' আঁখি।।"
"নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে
আম বাগিচার তলায় যেন তারা হেসেছে।
বোশেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।"
"শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।"
"আঁখিতে আঁখি মিলিয়ে মদিরা পান করে যাই।
তাকে বসিয়ে পাশে মদিরা পান করে যাই।।
এই কারণে পানশালায় আঁধার ছেয়ে আছে।
ঘর জ্বালিয়ে হেথা মদিরা পান করে যাই।।"
"বন্ধু, আজকে দোদুল্যমান পৃথ্বী
আমরা গঠন করব নতুন ভিত্তি;
তারই সুত্রপাতকে করেছি সাধন
হে সাথী, আজকে রক্তিম অভিবাদন।।"
"তোমরা এসেছ, ভেঙেছ অন্ধকার-
তোমরা এসেছ, ভয় করি নাকো আর।
পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, উজ্জ্বল রোদ্দুর
ছড়িয়ে পড়বে বহুদুর-বহুদূর
তোমরা এসেছ, জেনো এইবার নির্ভয় কলকাতা-
অত্যাচারের হাত থেকে জানি তোমরা মুক্তিদাতা।"
khankir Pola
উত্তরমুছুন1000 taka Per Short maybe. hahahhahahaha
উত্তরমুছুন